‘চ্যাম্পিয়ন’ মিরাজে মুগ্ধ স্যামি

মেহেদী হাসান মিরাজকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চের কথা জানিয়েছিলেন বাংলাদেশে আসার আগেই। এখানে এসেও জানিয়েছেন মিরাজের কাছে প্রত্যাশার কথা। টুর্নামেন্ট জুড়ে বারবার বলেছেন ভালো লাগার কথা। দুর্দান্ত ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর আবার মিরাজকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন ড্যারেন স্যামি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 04:39 PM
Updated : 28 Nov 2016, 05:36 PM

মিরাজের নৈপুণ্যে সোমবার রংপুর রাইডার্সকে হারিয়েছে রাজশাহী কিংস। ৪৩ রানে ৭ উইকেট হারানো রাজশাহীকে উদ্ধার করেন মিরাজ ৩৩ বলে ৪১ রানের ইনিংসে। পরে বল হাতে নিজের প্রথম ২ ওভারে নেন ২ উইকেট। ম্যাচ সেরাও মিরাজই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করলেন অধিনায়ক স্যামি।

“এখানে আসার পরই আমি বলেছিলাম এই চ্যাম্পিয়ন এবার স্পেশাল কিছু করবে। আমাদেরকে ম্যাচ জেতাবে। সেটিই করছে সে।”

ফরহাদ রেজার সঙ্গে মিরাজের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২৮ রানের পুঁজি পায় রাজশাহী। স্যামি জানালেন, এর পরই জয়ের বিশ্বাস পান তারা।

“আমি মাঝ বিরতিতে দলকে বলেছিলাম যে এই জুটিই আমাদের ম্যাচ জেতাবে। ওদের জন্য লড়াই করব আমরা, জয়ের জন্য লড়ব। প্রতিটি রান করতে যেন প্রতিপক্ষকে লড়াই করতে হয়।”

রাজশাহীর দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত কাছেই যেতে পারেনি রংপুর। হেরেছে ৪৯ রানে।