শেষ দিনে তামিম ঝড়?

চট্টগ্রামে তিন ম্যাচের দুটিতে জিতেছে চিটাগং ভাইকিংস। কিন্তু ঘরের ছেলে করতে পারেননি তেমন কিছু। তামিম ইকবাল জানিয়েছেন, শেষটায় দর্শকদের আনন্দ দিয়ে ঢাকায় ফিরতে চান তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 04:58 PM
Updated : 21 Nov 2016, 05:00 PM

মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে খেলবে চিটাগং। সেই ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব। তামিম জানান, সেই ম্যাচের দিকে তাকিয়ে আছেন তিনিও।  

“(বড় একটা ইনিংস খেলার) চেষ্টা করবো। নিশ্চয়তা দিতে পারবো না, হবে কি হবে না।”

“টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে প্রথম ছয় ওভারে আমার সুযোগ নিতে হয়। যদি সফল হই সেদিন বড় স্কোর হয়। আমার কাজ হল দলকে ভালো শুরু এনে দেওয়া। যদি শেষ দিন দর্শকদের একটু আনন্দ দিতে পারি তাহলে তো খুব ভালো হবে।”

চট্টগ্রামে তিন ম্যাচে ৩০, ৫ ও ২৬ রান করেছেন তামিম। ভালো শুরু পেলে সেগুলোকে অন্তত ৫০ পর্যন্ত নিয়ে যেতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান।

“আজকে আমরা যে ম্যাচটা জিতলাম, সেটা আরও সহজ হতো যদি আমার ৩০ রানকে আমি ৫০ পর্যন্ত নিয়ে যেতে পারতাম। সব সময়ই আমার চেষ্টা এটাই থাকে, দলের জয়ে অবদান রাখা।”