ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান মাহমুদউল্লাহর

প্রায় প্রতি ম্যাচেই ১০/২০ রান কম করছে খুলনা টাইটানস। অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করছেন, সতীর্থদের অসাধারণ বোলিংয়ের জন্য এই ঘাটতি টের পাওয়া যাচ্ছে না। বোলারদের কাজটা একটু সহজ করতে ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2016, 04:45 PM
Updated : 20 Nov 2016, 04:45 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার বরিশাল বুলসকে ২২ রানে হারিয়ে শীর্ষে উঠেছে খুলনা। তৃতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, এখনও ব্যাটিংয়ে দুর্বলতা থাকার কথা।

“আমরা ব্যাটিংয়ে ১০/২০ রান কম করছি। কিন্তু বোলারদের দারুণ বোলিংয়ের জন্য এটা টের পাওয়া যাচ্ছে না। এখানটায় আমাদের অনেক কাজ করতে হবে।”

ভালো শুরু এনে দিতে পারছেন না উদ্বোধনী ব্যাটসম্যানরা। তবে তাদের ওপর আস্থা আছে অধিনায়কের। শেষের ঝড়ের ওপর কেভন কুপার ও আরিফুল হকের ওপর নির্ভর করছেন মাহমুদউল্লাহ।

“টপ অর্ডার রান পেলে কাজটা সহজ হয়। মিডল অর্ডার একটু সময় নিয়ে খেলতে পারে। শেষের দিকে রান তোলার জন্য আমরা চাই একজন সেট ব্যাটসম্যান থাকুক। এছাড়া কুপার ও আরিফুলের ওপর আমরা নির্ভর করছি।”

১৩ উইকেট নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শফিউল ইসলামের। এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক।

“শফিউলের কাছ থেকে যা চেয়েছি সে তাই করেছে। সে খুব আক্রমণাত্মক খেলছে।”