দলের জয় আর নিজের প্রাপ্তিতে উচ্ছ্বসিত তাসকিন

মাত্রই শেষ ওভার বোলিং করে এসেছেন। এরপর জয়োৎসব তো ছিলই। ঘামে ভিজে জবজবে শরীর। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তবু মুখে চওড়া হাসি। নিজের অর্জন আর দলের বহু আকাঙ্ক্ষিত জয়, দুটি মিলিয়ে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2016, 12:37 PM
Updated : 18 Nov 2016, 01:54 PM

আগেই দুই ম্যাচ খেলতে পারেননি। একাদশে ফিরেই চিটাগং ভাইকিংসের জয়ের অন্যতম নায়ক তাসকিন। বড় রান তাড়ায়ও রাজশাহী কিংস এগোচ্ছিল দারুণ গতিতে। তাসকিন তাদের থমকে দিয়েছেন বারবার। ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট নিলেন তাসকিন। চিটাগং জিতল ১৯ রানে। যে জয়টির অপেক্ষায় হাপিত্যেশ করছিল দল। প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ হার। অবশেষে ঘরের মাঠে ধরা দিল আরেকটি জয়।

ম্যাচ শেষে চ্যানেল নাইনের সঙ্গে কথোপকথনে তাসকিন শোনালেন ভালো লাগার কথা।

“খুব খুশি। টি-টোয়েন্টিতে ৫ উইকেট দারুণ অর্জন। আগে কখনো পাইনি আমি, এজন্য ভালো লাগছে। তবে দল জিতেছে বলে আরও বেশি খুশি। এই জয়টা খুব দরকার ছিল আমদের। আমি খুশি যে দলের জয়ে অবদান রাখতে পেরেছি।”

বিপিএলে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন তাসকিন। এর আগে এবারের আসরেই পেয়েছিলেন আবুল হাসান, গত আসরে আল আমিন হোসেন।