ভেসে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন

আগের দিন ছিল উইকেটবৃষ্টি, পরের দিন হানা দিল আসল বৃষ্টি। তাতে ভেসে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 07:14 AM
Updated : 13 Nov 2016, 07:14 AM

রোববার মাঠেই গড়ায়নি বল। স্থানীয় সময় দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করেন দুই আম্পায়ার আলিম দার ও রিচার্ড কেটেলবোরো। হোবার্টে এই প্রথম কোনো টেস্টে পুরো দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৮৫ রানে গুঁড়িয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে নিয়েছে ৮৬ রানের লিড। ৫ উইকেটে অতিথিদের সংগ্রহ ১৭১ রান। টেম্বা বাভুমা ৩৮ ও কুইন্টন ডি কক ২৮ রানে ব্যাট করছেন।

আবহাওয়া পূর্বাভাসে তৃতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। চতুর্থ ও পঞ্চম দিন খুব একটা বৃষ্টি নাও হতে পারে। পুরো দিনের খেলা ভেসে যাওয়ায় টেস্টের শেষ তিন দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৫

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৫ ওভারে ১৭১/৫ (কুক ২৩, এলগার ১৭, আমলা ৪৭, দুমিনি ১, দু প্লেসি ৭, বাভুমা ৩৮*, ডি কক ২৮*; স্টার্ক ৩/৪৯, হেইজেলউড ২/৩৬, মেনি ০/৪৭, লায়ন ০/৩০)।