এবার উইকেট পছন্দ হয়েছে সাকিবের

এবারের বিপিএলের উইকেট নিয়ে আগে একটু অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন সাকিব আল হাসানসহ বেশ কজন সিনিয়র ক্রিকেটারই। তবে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের উইকেট মনে ধরেছে সাকিবের। উইকেট পছন্দ হয়েছে ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনেরও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 05:21 PM
Updated : 12 Nov 2016, 05:21 PM

এবারের বিপিএলের এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর (১৭০/৬) গড়ে রংপুরকে ৭৮ রানে হারিয়েছে ঢাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব উইকেট নিয়ে সন্তুষ্টির কথা জানালেন।

“আগের চেয়ে আজকের উইকেট অনেক ভালো ছিল। বল ব্যাটে এসেছে ভালোভাবে। আজকে পরে শিশিরও খুব বেশি পড়েনি।”

আগের ম্যাচে অর্ধশতকের পর এ দিন ২৮ বলে অপরাজিত ৪৮ করে ম্যাচ সেরা মোসাদ্দেক। তিনিও জানালেন, উইকেট মনে ধরেছে।

“উইকেট ব্যাটিংয়ের জন্য ভালে ছিল। এ ধরনের উইকেট ব্যটিংয়ের জন্য উপযোগী। আমি বেশ উপভোগ করেছি।”

আগের ম্যাচে রাজশাহী কিংসের কাছে হারা ঢাকা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অধিনায়ক সাকিব তাই ছিলেন খুশি।

“দারুণ পেশাদার পারফরম্যান্স হয়েছে আজকে। আগের ম্যাচে হার ছিল আমাদের জন্য ওয়েক আপ কল। আজকে ব্যাটিং-বোলিং সবই খুব ভালো হয়েছে।”