‘মিরাজ দারুণ প্রতিভা’

সবেই শুরু করলেন মেহেদী হাসান মিরাজ। তবে ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্রিকেটে বহু বছরের পরিপক্কতা দেখছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক মনে করছেন, বহু দূর যাবেন মিরাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 11:19 AM
Updated : 12 Nov 2016, 02:04 PM

সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ এবারের বিপিএলে রাজশাহীর ডাকা প্রথম ক্রিকেটার। আস্থার প্রতিদান দারুণভাবে দিচ্ছেন এই অফ স্পিনার। 

গত শুক্রবার শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটে জেতা ম্যাচে ২২ রান দিয়ে কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের উইকেট নেন মিরাজ। বাংলাদেশে আসার আগে থেকেই সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছিলেন স্যামি। দুই ম্যাচ খেলার পর তার মুগ্ধতা বেড়েছে আরও।

“সে দারুণ এক প্রতিভা। সে এখনও বাচ্চা, কিন্তু এমনভাবে খেলে যেন বহু বছর ধরে খেলছে। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো প্রাপ্তি।”

“মিরাজ ভবিষ্যতে খুব ভালো করবে। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দল ইংল্যান্ডের বিপক্ষে তাকে আমরা খুব ভালো খেলতে দেখেছি। এই বিপিএলেও এখন পর্যন্ত খুব ভালো করছে।”

রাজশাহীর অধিনায়ক স্যামি জানান, যখনই উইকেট দরকার হয় মিরাজকে আক্রমণে আনেন তিনি। আর অফ স্পিনার হতাশ করেন না তাকে।