সাকিবের ২০ রানের আপসোস

সাকিব আল হাসান ছাড়া রাজশাহী কিংসের বিপক্ষে বোলিং ভালো হয়নি ঢাকা ডায়নামাইটসের আর কারোরই। তবে অধিনায়ক হারের জন্য মূল দায় দিচ্ছেন ব্যাটিংকেই। তার মতে, আরও ২০ রান বেশি করা সম্ভব হলে খেলার চিত্রটা ভিন্ন হতো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 05:34 PM
Updated : 12 Nov 2016, 02:48 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ১৩৯ রানের লক্ষ্য দিয়ে ৬ উইকেটে হারে তারকাখচিত দল ঢাকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানেন, উইকেট দেড়শ’ রান করার মতোই ছিল কিন্তু তত দূর যেতে পারেননি তারা।

“২০ রান কম করেছিলাম। পরে শিশিরও ছিল; তবে ২০ রানের ঘাটতিই ছিল মূল। শুরুতে দ্রুত কিছু উইকেট হারানোয় স্কোর আরও হয়নি। তবে কেবলই টুর্নামেন্টের শুরুর সময়। আশা করি, ঘুরে দাঁড়াবো।”

৪৩ রানে ৪ উইকেট হারানো ঢাকা ১৩৮ পর্যন্ত যায় মোসাদ্দেক হোসেনের ব্যাটে ভর করে। তরুণ এই অফ স্পিন অলরাউন্ডার পেয়েছেন অধিনায়কের প্রশংসা।

“মোসাদ্দেক খুব ভালো খেলেছে। রবি বোপারা ওকে সাপোর্ট করেছে। তবে আমাদের বোলিং ভালো হয়নি।”

“ব্যাটিং-বোলিং কিছুই আসলে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো হয়নি। তবে শোধরানোর সময় আছে। আমাদের দল খুব ভালো। আজকের দিনটা আমাদের ছিল না। আশা করি, দারুণভাবে ফিরব।”