মিরাজকে ১০ নম্বরে দেখে অবাক মাহমুদউল্লাহ

প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে কিছু বলতে চান না খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজকে রাজশাহী কিংসের হয়ে ১০ নম্বরে ব্যাট করতে দেখে অবাক হয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 02:22 PM
Updated : 9 Nov 2016, 03:34 PM

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে যতটা উজ্জ্বল ছিলেন মিরাজ ততটাই বিবর্ণ ব্যাটিংয়ে। চার ইনিংস মিলিয়ে করেন মোটে পাঁচ রান। তবে তার ব্যাটিংয়ের ওপর যথেষ্ট আস্থা আছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। তিনি মনে করেন, মিরাজ ব্যাটিংয়ে এমন রেকর্ড রেখে যাবে যা ভাঙা কঠিন হবে।

ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে ব্যাটিংয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন মিরাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ইনিংসের মধ্যে পাঁচবার ছুঁয়েছেন পঞ্চাশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ইনিংসে দুবার করেছেন অর্ধশতক।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির পরে ব্যাটিংয়ে নামেন মিরাজ। শেষ ওভারের চতুর্থ বলে মিরাজ যখন ক্রিজে আসেন তখন রাজশাহীর দরকার তিন বলে চার রান।

তবে স্ট্রাইকই পাননি মিরাজ। অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেন সামি, নাজমুল অপুর ব্যর্থতা। অসাধারণ শেষ ওভারে খুলনাকে তিন রানের জয় এনে দেওয়ার পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, মিরাজ অত পিছনে ব্যাট করবে ভাবেননি তিনি।

“আমার কাছে একটু অবাকই লেগেছিল। আমি আশা করেছিলাম, ও একটু ওপরের দিকে নামবে। সে সম্ভাবনাময়, ব্যাটিংয়েও ভালো করতে সক্ষম। আমার মনে হয়, ওকে (ব্যাটিংয়ে) আরও সুযোগ দেওয়া উচিত।”