আল আমিনের পর হাসান

আল আমিন হোসেনের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন আবুল হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 10:27 AM
Updated : 9 Nov 2016, 03:35 PM

খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ৫ উইকেট নিতে ২৮ রান খরচ করেন অলরাউন্ডার হাসান। গত আসরে ৩৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন বরিশাল বুলসের পেসার আল আমিন।

এই প্রথম টি-টোয়েন্টি কোনো ম্যাচে তিন উইকেটের বেশি পেলেন ২৪ বছর বয়সী হাসান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম ওভারেই উইকেট নেন হাসান। তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে সহজ ক্যাচ দেন বিপজ্জনক রিকি ওয়েসেলস। দুই ওভারের প্রথম স্পেলে উইকেট একটিই, ১১ রান দিয়ে।

শেষের দিকে ফিরে দারুণ স্পেলে চার উইকেট তুলে নেন হাসান। চড়াও হওয়া মাহমুদউল্লাহকে স্লোয়ারে বিভ্রান্ত করার পরের বলে বিদায় করেন অলক কাপালীকে। হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া আরিফুল হকের উইকেট নেন নিজের পরের ওভারে। শফিউল ইসলামকে বোল্ড করে চলতি আসরে প্রথম বোলার হিসেবে নেন পাঁচ উইকেট।  

দুই ওভারের দ্বিতীয় স্পেলে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়ে লক্ষ্যটা বড় হতে দেননি হাসান।

বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে ৬ রানে ৫ উইকেট নেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। পরের আসরে পাঁচ উইকেট নিতে পারেননি কেউ-ই। গতবার আল আমিন ছাড়াও পাঁচ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা।