‘সানি এখন আরও বেশি কার্যকর’

এক সময়ের দারুণ কার্যকরী দুই বোলার আরাফাত সানি ও সোহাগ গাজী বোলিং অ্যাকশন সংশোধন করার পর ধার অনেকটাই হারিয়েছেন। তবে রংপুর রাইডার্সে তাদের সতীর্থ নাঈম ইসলাম মনে করছেন, বিপিএলের আগে খুব ভালো অবস্থানে আছেন দুই স্পিনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 09:26 AM
Updated : 8 Nov 2016, 09:26 AM

জাতীয় ক্রিকেট লিগে নিজের শেষ চার ইনিংসের তিনটাতেই একশ’ রানের বেশি খরচ করেন অফ স্পিনার সোহাগ। বাঁহাতি স্পিনার সানিও নিজের শেষ দুই ইনিংসেই দেন শতরান করে। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও খুব একটা ভালো করেননি সোহাগ। নিজের বোলিং অ্যাকশন সংশোধনের কাজ চালিয়ে যাওয়ায় খুব বেশি একটা খেলেননি সানি। তবে আগের ধার দেখা যায়নি তার বোলিংয়েও। তবে রংপুরের অধিনায়ক নাঈম জানান, অনুশীলনে নেটে এবং প্রস্তুতি ম্যাচে খুব ভালো করেছেন এই দুই স্পিনার। 

“ওরা দুইজনই এখন ভালো শেপে আছে। দুজনই অনেক ভালো বোলিং করছে। প্রস্তুতি ম্যাচে ওদের বোলিং ছিল দারুণ।”

বোলিং অ্যাকশন সংশোধন করার পর বিপিএলই সানির প্রথম সীমিত ওভারের ক্রিকেটে টুর্নামেন্ট। এই ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করেই জাতীয় দলে ফিরতে হবে ৩০ বছর বয়সী স্পিনারকে। নাঈম মনে করেন, নতুন বোলিং অ্যাকশনে সানি আগের চেয়েও এখন বেশি কার্যকর।

“সানির বল এখন বেশি স্পিন করে। আগের চেয়ে স্কিডও বেশি করছে। পেসও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সব মিলিয়ে ওর বোলিং এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকর।”