নতুন সূচিতে নতুন শুরু বিপিএলের

বৃষ্টির বাধায় মঙ্গলবার থেকে নতুন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর শুরুর ঘোষণা আগেই দিয়েছিল গভর্নিং কাউন্সিল। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের ‘প্রথম’ ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে শিরোপাধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 01:01 PM
Updated : 6 Nov 2016, 01:01 PM

বৃষ্টির জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির পর বিসিবি গত শনিবার জানায়, ম্যাচগুলো আবার আয়োজন করা হবে! পরদিন ঘোষণা করা হলো টুর্নামেন্টের নতুন সূচি।

ঢাকায় প্রথম পর্ব শেষ হবে ১৪ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রাম পর্ব, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ঢাকায় শেষ পর্ব শুরু ২৫ নভেম্বর।

৬ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। ৯ ডিসেম্বর ফাইনালের জন্য থাকবে রিজার্ভ ডে। টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৬টি।

ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে খেলা, চট্টগ্রামের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।