বিপিএলের শুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে

থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। টসটা তবু সময় মতো হয়েছিল। ছোট্ট উদ্বোধন পর্বও হয়েছে ঠিকঠাক। খেলা যখন শুরু হবে তখনই বিপত্তি। বৃষ্টিতে শুরু হলো না খেলা। শেষ পর্যন্ত আর ম্যাচই হলোই না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 11:28 AM
Updated : 4 Nov 2016, 11:29 AM

বৃষ্টিতে ভেস্তে গেল বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচটিই। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন দল রাজশাহী কিংসের লড়াই পরিত্যক্ত।

চতুর্থ আসরে এসে এই প্রথম পরিত্যক্ত হলো বিপিএলের কোনো ম্যাচ।

টসে জিতেছিলেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। মেঘলা আবহাওয়া আর বৃ্ষ্টির শঙ্কাতেই বেছে নিয়েছিলেন ফিল্ডিং। টসের পর দু দলের সঙ্গে পরিচিত হন বিসিবি প্রধান নাজমুল হাসান। বেলুন উড়িয়ে, আতশবাজি পুড়িয়ে উদ্বোধন করা হয় এবারের আসরের।

দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, তখনই শুরু হয় বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি আর থামেনি। ন্যূনতম ৫ ওভারের ম্যাচের জন্যও খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা ১৬। কিন্তু অবস্থা বুঝে ২০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।