‘তামিম অসাধারণ ছিল’

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, ইংল্যান্ড সিরিজে বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন অসাধারণ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 04:43 PM
Updated : 30 Oct 2016, 04:43 PM

চট্টগ্রামে প্রথম ইনিংস ৭৮ ও দ্বিতীয় ইনিংস ৯ রান করেন তামিম। ঢাকায় প্রথম ইনিংসে ১০৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ইনিংসে ফিরেন ৪০ রানে। 
 
মন্থর, স্পিন সহায়ক উইকেটে তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশের অধিনায়ক। 
 
“এমন উইকেটে শুধু ২০ উইকেট নিলে হবে না, রানও করতে হবে। তামিম অসাধারণ ছিল। চট্টগ্রামে ওর প্রথম ইনিংসটা আমার মনে হয়, ওর যে ২০০ রান আছে তার চেয়েও কঠিন ছিল ওর জন্য। সবচেয়ে বড় ব্যাপার তামিম ভালো ফর্মে আছে এবং সে ওটার পুরো ব্যবহার করেছে।”
 
“আমাদের ব্যাটসম্যানদের জন্য শেখার একটা সিরিজ ছিল এটা। এমন উইকেটে আর এমন শক্তিশালী দলের বিপক্ষে এর আগে আমরা কখনও খেলিনি।
 
ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো, আশা করছি পারবও।”
 
ব্যাটসম্যানদের প্রচেষ্টার প্রশংসা করলেও মুশফিক মনে করেন, ব্যাটিং নিয়ে এখনও অনেক কাজই বাকি।
 
“আমাদের টপঅর্ডারের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে ব্যাটিংয়ে এখনো অনেক কাজ করার বাকি আছে। এগুলো উতরাতে পারলে ভবিষ্যতে আমরা অনেক শক্তিশালী দল হব।”