বাংলাদেশের জয় ‘খেলাটির চেয়েও বড়’

দলের হার সব সময়ই হতাশার। র‌্যাঙ্কিংয়ের তলানির দিকে দলের কাছে হার আরও বেশির হতাশার। তবে সব হতাশাকে এক পাশে রেখে বাংলাদেশের জয়টাকেও বড় করে দেখছেন অ্যালেস্টার কুক। ইংলিশ অধিনায়কের মতে, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জয় খেলাটির জন্যই দারুণ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 04:13 PM
Updated : 30 Oct 2016, 05:07 PM

নিরাপত্তা নিয়ে শঙ্কায় ইংল্যান্ডের এই সফর নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত নিরাপত্তা পরিদর্শকের সবুজ সঙ্কেত পেয়ে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। সিরিজটি হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সফর শেষে নিরাপত্তা ও ক্রিকেট, সব নিয়েই খুশি কুক। ইংল্যান্ড অধিনায়ক বাংলাদেশকে দিলেন বড় এক সনদ।

“আমি সত্যিই খুশি যে ইংল্যান্ড দলকে এখানে নেতৃত্ব দিতে পেরেছি। এত এত লোক এসেছে আমাদের সমর্থন জোগাতে! সবার উচিত এখানে আসা এবং ক্রিকেট খেলা। ওদের উন্নতিটা তাহলে চোখে পড়বে।”

“দেশের মাটিতে ওদের হারানো হবে কঠিন। ওদের দারুণ সব স্পিনার আছে। আমার জন্য এটি বলা খুব সহজ নয়, তবে বাংলাদেশের জন্য এটি দারুণ এক জয়। কিছু কিছু ব্যাপার হয়ত স্রেফ একটি খেলার চেয়েও বড়!”