‘বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন’

প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার মুশফিকুর রহিমের। মাঠে থেকেই বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ের সাক্ষী। টিভি পর্দায় দেখেছেন কিছু, শুনেছেন গল্প ইতিহাস। পেছন ফিরে তাকিয়ে মুশফিকুর রহিমের বিশ্বাস, মিরপুর টেস্টের জয়ই বাংলাদেশ ক্রিকেটের এখনও পর্যন্ত সবচেয়ে বড় অর্জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 02:33 PM
Updated : 30 Oct 2016, 05:08 PM

১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে আগমণী বার্তা জানান দেওয়া, নিজেদের শততম ওয়ানডেতে ভারতকে হারানো, কার্ডিফে অস্ট্রেলিয়া বধ, অপেক্ষা অবসানের প্রথম টেস্ট জয়, ২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো, নিউ জিল্যান্ডকে দু দফায় হোয়াইটওয়াশ করা, ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলা, গত বছর টানা তিন ওয়ানডে সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো, বাংলাদেশ ক্রিকেটে স্মরণীয় সাফল্য আছে বেশ কটিই। তবে মুশফিক এগিয়ে রাখলেন মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়কেই।

“এখন পর্যন্ত এটাকেই আমাদের ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় অর্জন বলতে হবে। যেভাবে আমরা গত তিন দিন লড়াই করেছি তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটাই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন।”

টেস্ট র‌্যাঙ্কিংয়ে চারে থাকা ইংল্যান্ডকে তিন দিনেই হারিয়েছে বাংলাদেশ। ১০৮ রানের জয়ে ড্র করেছে সিরিজ।

চট্টগ্রামে জয়ের কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। তবে ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে বাংলাদেশ যেভাবে খেলেছিল, সেটিতেও খুশি ছিলেন অধিনায়ক। গত বছর খুলনায় পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করা ম্যাচটির পরই চট্টগ্রাম টেস্টকে নিজের সেরা টেস্ট বলেছিলেন মুশফিক। স্বাভাবিকভাবেই জয়ের পর বদলে গেছে মুশফিকের সেরা!

“জয়ের ওপর তো আর কিছু নাই। খুলনায় আমরা ড্র করেছিলাম, গত টেস্ট হেরেছিলাম। এখানে জিতেছি। সেদিক থেকে বলব, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের বিশ্বাস আছে, সামনে এর চেয়ে বড় অর্জন আমাদের জন্য অপেক্ষা করছে।”