বিপিএলের টিকেট ৩ ওয়েবসাইটে

সবশেষ দুটি আন্তর্জাতিক সিরিজের মতো এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেটও কাটা যাবে অনলাইনে। তবে এবার শুধু একটি ওয়েবসাইট নয়, বিপিএলের টিকেট কেনা যাবে তিনটি ওয়েবসাইটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 05:32 AM
Updated : 30 Oct 2016, 08:00 AM

www.shohoz.com এর পাশাপাশি বিপিএলের টিকেট পাওয়া যাবে www.paypoint.com.bd ও www.gadgetbangla.com ওয়েবসাইটে।

অনলাইনের পাশাপাশি মিরপুর ইনডোর স্টেডিয়ামের টিকেট বুথেও কিনতে পাওয়া যাবে টিকেট।

বিপিএল টিকেটের সর্বোচ্চ মূল্য এবার গ্র্যান্ড স্ট্যান্ডে ২ হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেট ৫০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

টিকেটের এই মূল্য শুধু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জন্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকেটের মূল্য জানানো হবে পরে।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর।