কৃতিত্ব স্টোকসকে দিলেন মইন

তামিম ইকবাল-মুমিনুল হকের ব্যাটে দারুণভাবে এগিয়ে চলা বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান ৫ উইকেট নেওয়া মইন আলির। তবে এই অফ স্পিন অলরাউন্ডার মনে করছেন, মাঠে আসল কাজটা করেছেন বেন স্টোকস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 02:27 PM
Updated : 28 Oct 2016, 02:43 PM

চা-বিরতির আগের ঘণ্টায় বদলে যায় খেলার দৃশ্যপট। পানি বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ১৮৪ রান। সেখান থেকে চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২০৫/৬। ২১ রান তুলতেই নেই ৪ উইকেট।

চা-বিরতির আগে বেন স্টোকসের স্পেল ৬-২-৭-২। সে সময় অন্য প্রান্তে বোলিং করা মইনের স্পেলও দারুণ ১০-৩-২৪-৩। 

“আমার মনে হয় না, উইকেট এতটা পরিবর্তন হয়েছে। আমরা প্রথম সেশনে ভালো বোলিং করতে পারিনি। এরপর স্টোকস এটা ঘুরিয়ে দিল। সেই আসল কাজটা করেছে। সে দারুণ নিয়ন্ত্রণ আর ভালো গতিতে বল করেছে। দুটি উইকেট পেয়েছে। সে আঁটসাঁট বোলিং করেছে। আমার দিক থেকে আমিও সব সময় আঁটসাঁট বোলিং করেছি।”

চা-বিরতির আর স্টোকস বোলিংয়ে আসেননি। ক্রিস ওকসকে নিয়ে ৩৬ মিনিটের মধ্যে বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নেন মইন। বাংলাদেশকে ২২০ রানে গুটিয়ে দিতে ৫৭ রানে ৫ উইকেট নেন এই অফ স্পিনার।