আথারটনকে ছুঁয়ে, ১০ হাজার পেরিয়ে কুক

সকালে টস হেরেছেন অ্যালেস্টার কুক। বিকেলে আউট হয়েছেন ১৪ রানে। তবু এই দুটিই আবার কুককে এনে দিয়েছে দারুণ দুটি মাইলফলক!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 10:54 AM
Updated : 28 Oct 2016, 02:43 PM

টস করতে নেমেই কুক ছুঁয়েছেন ইংল্যান্ডকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। এই নিয়ে ৫৪ বার টেস্টে ইংল্যান্ডের হয়ে টস করলেন কুক। টসের সময় মাইক্রোফোন হাতে ছিলেন যিনি, সেই মাইক আথারটনও নেতৃত্ব দিয়েছিলেন ৫৪ টেস্টে।

৫১ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন মাইকেল ভন, ৫০ টেস্টে অ্যান্ড্রু স্ট্রাউস। নাসের হুসেইন টস করেছেন ৪৫ বার।

অধিনায়ক কুকের পর ব্যাটসম্যান কুকের মাইলফলক ছোঁয়ার পালা। বাংলাদেশের ধসের পর বিকেলে ব্যাট হাতে নামেন কুক। ১৪ রানের ছোট্ট ইনিংসের পথেই পেরিয়েছেন বড় মাইলফলক। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করেছেন আগেই। এবার টেস্ট ইতিহাসেরই প্রথম ওপেনার হিসেবে ছুঁয়েছেন ১০ হাজার রান!

ওপেনার হিসেবে কুকের রান ১০ হাজার ২। ক্যারিয়ারের শুরুর দিকে তিন নম্বরে ১২ ইনিংস ব্যাট করে ৫৭৮ রান করেছিলেন ৫২.৫৪ গড়ে। ১, ২ ও ৩ নম্বর ছাড়া আর একটি পজিশনেই ব্যাট করেছেন কুক। গত জুনে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সাতে নেমে অপরাজিত ছিলেন ৪৯ রানে।
ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান সুনিল গাভাস্কারের ৯ হাজার ৬০৭। ৯ হাজারের বেশি রান আছে আর একজন ওপেনারেরই। গ্রায়েম স্মিথ করেছেন ৯ হাজার ৩০ রান।