৬১ দিয়ে মিরাজের র‌্যাঙ্কিং যাত্রা শুরু

চট্টগাম টেস্ট দিয়ে যাত্রা শুরু হয়েছে টেস্ট ক্রিকেটের ভুবনে। অভিষেক টেস্টের পর মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হলো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও। বোলিং র‌্যাঙ্কিংয়ে আবির্ভাবেই ৬১ নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 03:08 PM
Updated : 27 Oct 2016, 10:45 AM

অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। একই সঙ্গে অভিষিক্ত সাব্বির রহমান ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ঢুকেছেন ৯২ নম্বরে থেকে। অভিষেক টেস্টে সাব্বির করেছেন ১৯ ও অপরাজিত ৬৪।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে যথারীতি সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে সাকিব এগিয়েছেন দুই ধাপ, এখন ১৫তম। চার উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে তাইজুল ইসলাম ৩৫ নম্বরে।

ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ এগিয়ে তামিম ইকবাল উঠেছেন ২৪ নম্বরে। চট্টগ্রাম টেস্টে তামিম করেছেন ৭৮ ও ৯।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন দুইয়েই। তবে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ব্যবধান কমাতে পেরেছেন কিছুটা। চট্টগ্রাম টেস্ট থেকে ১৬ পয়েন্ট পেয়ে ৪০০ পয়েন্ট স্পর্শ করেছেন সাকিব। ৪৫১ পয়েন্টে শীর্ষে অশ্বিন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে ঢুকেছেন বেন স্টোকস। চট্টগ্রাম টেস্টের ম্যাচ সেরা তিন ধাপ এগিয়ে উঠেছেন চার নম্বরে। তিনে মইন আলি।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে একটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবু ধাবি টেস্টের সেঞ্চুরিতে তিন ধাপ এগিয়ে ইউনুস খান উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষে আগের মতোই স্টিভেন স্মিথ।

ইউনুসের অধিনায়ক মিসবাহ-উল-হক এক ধাপ এগিয়ে উঠেছেন দশে। আবু ধাবি টেস্টের ম্যাচ সেরা ইয়াসির শাহ এক ধাপ এগিয়ে উঠেছেন পাঁচে।