রিভার্স সুইং সামলাতে প্রস্তুত তামিমরা

ইংলিশ পেসারদের রিভার্স সুইং সামলাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। তামিম ইকবাল মনে করছেন, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ঢাকা টেস্টে পুরানো বল সামলাতে সমস্যা হবে না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 02:40 PM
Updated : 27 Oct 2016, 10:44 AM

প্রথম টেস্টে দুই ইনিংসেই পুরানো বলে বেশ ভুগেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব সময়ই কিছুটা সুবিধা পান পেসাররা। বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রডদের সামলানোটা তাই আরও কঠিন হওয়ার কথা। তবে তামিম মনে করেন, বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা উইকেটে থাকলে ততটা কঠিন হবে না।  

“রিভার্স সুইং নিয়ে আমাদের দলের মিটিংয়ে আলোচনা হয়। আমরা কথা বলি, ওদের কিভাবে আমরা আরও ভালোভাবে মোকাবেলা করতে পারি। আমি নিশ্চিত, টপঅর্ডার, মিডলঅর্ডার ব্যাটসম্যানদের কেউ বড় ইনিংস খেললে রিভার্স সুইং সামলানোর সুযোগ বেশি থাকবে।”

নতুন বলের সঙ্গে পুরানো বলও সামলানোর প্রস্তুতি নিচ্ছেন তামিম। দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান মনে করেন, একই রকমভাবে তৈরি হচ্ছে সতীর্থরাও।

“আমরা সেভাবেই অনুশীলন করছি, যেন পুরানো বল আরও ভালোভাবে মোকাবেলা করতে পারি। সম্ভাব্য সবকিছুই আমরা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাঠে গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা।”

চট্টগ্রামে রিভার্স সুইংয়ে দুই ইনিংসেই চারটি করে উইকেট পান ইংল্যান্ডের পেসাররা।