চট্টগ্রাম টেস্টে আত্মতুষ্টির কিছু দেখেন না তামিম

ম্যাচ তো জিততে পারেননি, তাই ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পাঁচ দিন ধরে লড়াই করায় খুশি হওয়ার কিছু দেখেন না তামিম ইকবাল। সহ-অধিনায়ক মনে করছেন, এই ধরনের পারফরম্যান্সে আত্মতুষ্টি দলের জন্য ভালো লক্ষণ নয়। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 01:30 PM
Updated : 27 Oct 2016, 10:45 AM

সিরিজের প্রথম টেস্ট সমানে সমানে লড়ে পঞ্চম ও শেষ দিন ২২ রানে হারে বাংলাদেশ। 

“এখন সবাই বলছে, আমরা খুব ভালো খেলেছি। আজকে আমরা দলে আলোচনা করলাম, এতটুকুতে যদি খুশি হয়ে যাই, তাহলে আমরা কোনো সময় উন্নতি করতে পারবো না। আমরা হেরে গেছি, তারপরও সবাই বলছে আমরা ভালো খেলেছি। এটা চিন্তা করে যদি আমরা আগাই, আমার মনে হয় না, এটা ভালো লক্ষণ হবে। ম্যাচ জিতলে না হয় অন্য ব্যাপার হত।”

লম্বা বিরতির অনভ্যস্ততা কেটেছে চট্টগ্রাম টেস্ট দিয়ে। ঢাকায় স্বাগতিকরা জয়ের জন্য আরও উন্মুখ থাকবে।

“আমার মনে হয়, এত বড় একটা বিরতির পর প্রথম ম্যাচটা যদি ভালো না খেলতাম তাহলে হয়ত এর প্রভাব একটু থাকত। আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, আমরা আগের চেয়ে ভালো প্রস্তুত থাকবো, আত্মবিশ্বাসীও থাকবো।”

“প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত নিজেদের কাজটুকু আমরা ভালোভাবে করি, এরপর দেখা যাবে। একটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, মাঠে যে ১১ জন নামে, জেতার জন্যই নামে। পারি, না পারি - এটা অন্য বিষয়। পরের টেস্টেও আমাদের এই একই পরিকল্পনা থাকবে।”