প্রথম ১০-১৫ বল খেলার পরামর্শ হাথুরুসিংহের

তাইজুল ইসলাম দশম ব্যাটসম্যান হিসেবে যখন ক্রিজে আসেন তখন তাকে কী বলেছিলেন চন্দিকা হাথুরুসিংহে? পঞ্চম দিনে যখন আবার ব্যাটিংয়ে নামবেন কী বলবেন প্রধান কোচ? সরাসরি উত্তর মিলল না কোনো প্রশ্নেরই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 02:21 PM
Updated : 23 Oct 2016, 02:21 PM

সোমবারের সকালটা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। শেষ ৩৩ রান করতে তাইজুলের কাছ থেকে যথেষ্ট সহায়তা প্রয়োজন হবে সাব্বিরের। ইংল্যান্ড দ্বিতীয় নতুন বল নিতে পারবে দুই ওভার পরে। শিষ্যদের এত কিছু না ভেবে কেবল প্রতিটি বলে মনোযোগ দিতে বলেছেন হাথুরুসিংহে।

“আমি এখানে খুব বেশি কিছু বলবো না। ওরা কালও পত্রিকা পড়বে।... আমাদের ব্যাটসম্যানদের প্রথম ১০-১৫টা বল খেলতে হবে। আর ওদের উইকেট নিতে হবে। আমাদের হাতে ৯০ ওভার রয়েছে।”

চতুর্থ দিনের শেষ বেলায় তাইজুল যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশের প্রয়োজন ৪৮ রান। ১১ রানের মধ্যে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির উইকেট হারিয়ে তখন ভীষণ বিপদে স্বাগতিকরা।

২৫ মিনিট ক্রিজে থেকে ২৩ বল টিকে ছিলেন তাইজুল। অবিচ্ছিন্ন নবম উইকেটে সাব্বির রহমানের সঙ্গে ১৫ রানের জুটিতে তার অবদান ১১ রান।