পেসারদের নিয়ে হতাশ নন ওয়ালশ

যে উইকেটে বেন স্টোকস দারুণ রিভার্স সুইংয়ে কাঁপিয়ে দিলেন স্বাগতিকদের সেখানে ইংলিশ ব্যাটসম্যানদের খুব একটা পরীক্ষা নিতে পারলেন না শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি। তবে দুই পেসারের প্রচেষ্টায় খুশি বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 01:39 PM
Updated : 22 Oct 2016, 02:37 PM

দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের পতন হওয়া ১৮ উইকেটের মাত্র একটি পেসারদের। তবে শিষ্যদের পাশেই আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ওয়ালশ।  
 
“আমি পেসারদের নিয়ে হতাশ নই। আমার মনে হয় না, ওরা ততটা বোলিংয়ের সুযোগ পেয়েছে। আমাদের একজন অভিষিক্ত (রাব্বি) রয়েছে যে তার পথ খুঁজে বের করছে। আমি মনে করি, সে আজ অনেক ভালো বল করেছে।”
 
প্রথম ইনিংসে শফিউল ৯ ও রাব্বি ৮ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত রাব্বি ৮ ও শফিউল ৩ ওভার বল করেছেন। 
 
রিভার্স সুইং পেয়ে রাব্বি দিনের শেষ দিকে ভালো বোলিং করেন। জনি বেয়ারস্টোকে বিদায় করে তিনিই ভাঙেন ইংল্যান্ডের শতরানের জুটি।    
 
“রাব্বি একটি উইকেট পেয়েছে যা তাকে আত্মবিশ্বাস যোগাবে। সে দেখিয়েছে, তার এমন কিছু আছে যা নিয়ে আমরা কাজ করতে পারি। এটা খুব ভালো লক্ষণ।”
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পেসারদের জন্য তেমন একটা সহায়তা নেই। তারপরও শিষ্যরা যে চেষ্টা করেছে তাতে সন্তুষ্ট ওয়ালশ।
 
“এই উইকেট ফাস্ট বোলার-বান্ধব নয়। তবে ছেলেরা চেষ্টা করেছে এবং ওদের যা আছে সব উজাড় করে দিয়েছে। যখনই কোনো স্পেল করতে বলা হয়েছে ওরা অধিনায়ককে সহায়তা করেছে। ওরা চেষ্টা করেছে।”