প্রতিবন্ধী ক্রিকেট: ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তান

শারীরিক প্রতিবন্ধীদের ত্রি-দেশীয় টি-টোয়েন্টিতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 01:12 PM
Updated : 22 Oct 2016, 01:12 PM

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল মাঠে ২৭ রানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের সঙ্গে দুটি এবং পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

বাংলাদেশের সঙ্গে শনিবার প্রাথমিক পর্বের দ্বিতীয় ম্যাচে জিতে আগামী সোমবার ইংল্যান্ডে মুখোমুখি হবে পাকিস্তান।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের খেলে ১৬১ রান করে পাকিস্তান। দলটির উদ্বোধনী ব্যাটসম্যান হাসনাইন আলম অপরাজিত থাকেন ১০৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৭ রানে জয় পাওয়া ম্যাচে পাকিস্তানের হাসনাইন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গত বছর ঢাকায় প্রথম টুর্নামেন্ট আয়োজনের পর গত বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হয় এবারের দ্বিতীয় আসর।

বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টের ফাইনালের আগে প্রতিটি দল অপর দুই দলের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলার সূচি নির্ধারিত হয়।

ইংল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচে হারার পাশাপাশি শুক্রবার পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচেও হারে বাংলাদেশ। এতে বাংলাদেশের ফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে গেলেও একেবারে অসম্ভব ছিল না।

পাকিস্তানের সঙ্গে শনিবারের ম্যাচটি বড় ব্যবধানে জিতলে এবং ইংল্যান্ড পাকিস্তানকে হারাতে পারলে এক ম্যাচ জিতেও ফাইনালে যেতে পারতো বাংলাদেশ। তবে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ ম্যাচেও হেরে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) উদ্যোগে গত বছর শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও ভারত ও আফগানিস্তান অংশ নিয়েছিল।

ওই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেই আয়োজন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।