তামিমের উইকেট বলেই বেশি খুশি ব্যাটি

আম্পায়ার আঙুল তুলতেই উল্লাস; মুষ্ঠিবদ্ধ দু হাত ছুঁড়লেন বাতাসে। ছুটে গিয়ে আবদ্ধ হলেন সতীর্থদের আলিঙ্গনে। উইকেট, আরেকটি টেস্ট উইকেট! কিছু দিন আগেও কি গ্যারেথ ব্যাটি ভাবতে পেরেছিলেন, আবার খেলবেন ইংল্যান্ডের হয়ে, আবার পাবেন টেস্ট উইকেটের স্বাদ!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 01:58 PM
Updated : 21 Oct 2016, 02:28 PM

১১ বছর পর আবার টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ব্যাটি। তার সবশেষ টেস্ট থেকে এই টেস্টের আগে মাঝের সময়টায় ইংল্যান্ড খেলেছে ১৪২ টেস্ট। সবচেয়ে বেশি বিরতির পর টেস্ট খেলার বিশ্ব রেকর্ড এটিই!

ব্যাটির সবশেষ টেস্ট ছিল বাংলাদেশের বিপক্ষেই, ২০০৫ সালে। সবশেষ উইকেট ছিল মোহাম্মদ আশরাফুল। ৭ টেস্টে ১১ উইকেট, সেখানেই থমকে ছিল ক্যারিয়ার। এবার ঝুলিতে যোগ হলো আরেকটি উইকেট।

ইংল্যান্ডের জন্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটিই নিয়েছেন ব্যাটি। আউট করেছেন দারুণ খেলতে থাকা তামিম ইকবালকে।

আবার টেস্ট উইকেটের স্বাদ পেয়ে কেমন লাগল? দিন শেষে সংবাদ সম্মেলনেও ব্যাটির কণ্ঠে মিশে থাকল সেই রোমাঞ্চ।

“অসাধারণ অনুভূতি…ইংল্যান্ডের শার্ট গায়ে চাপানোই অসাধারণ অনুভূতি। তামিমের মত দারুণ একজন ব্যাটসম্যানের উইকেট পাওয়াটা দারুণ। আজকের এই দিনটায় আসতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু খুব ভালো লাগছে।”

এত বছর পর মাঠে নামা, প্রথমবার টেস্ট খেলতে নামার মতো অনুভূতি হচ্ছিল ব্যাটির।

“নার্ভাস ছিলাম, এতটা নার্ভাস সম্ভবত ক্যারিয়ারে কখনোই হইনি। তবে চেয়েছিলাম ভালো করতে; আমাকে যারা নিয়েছে তারা যেন হতাশ না হয়। চেয়েছি দল ও দেশের জন্য ভালো করতে।”

৩৯ বছর বয়সে সুযোগ পেয়েছেন ক্যারিয়ার আরও দীর্ঘ করার। বাংলাদেশে ভালো করলে পেয়ে যেতে পারেন আসছে ভারত সফরের টিকেটও!