শতরানের লিডের লক্ষ্য

প্রথম লক্ষ্য অবশ্যই ইংল্যান্ডের সংগ্রহ স্পর্শ করা। এরপর যতটা সম্ভব এগিয়ে যেতে চান তামিম ইকবাল। সাকিব আল হাসান, সাব্বির রহমান ও মেহেদী হাসানের ওপর আস্থা রেখে শতরানের লিডের কথা ভাবছেন বাংলাদেশের সহ-অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 01:46 PM
Updated : 21 Oct 2016, 02:29 PM

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। সাকিব ৩‌১ ও নাইটওয়াচম্যান শফিউল ইসলাম শূন্য রানে ব্যাট করছেন। ইংল্যান্ডকে ২৯৩ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকরা পিছিয়ে ৭২ রানে। 
 
দল এখন যে জায়গায় আছে সেখান থেকে শতরানের লিড সম্ভব বলে মনে করেন তামিম। 
 
“১০০ রানের লিড হলে আমি বলব সব সময় ভালো। আমাদের হাতে এখনও দুই জন ভালো ব্যাটসম্যান আছে। সাকিব ক্রিজে আছে, পেছনে মিরাজ-সাব্বির আছে। তারা জুটি বেধে যদি ভালো করে…তাহলে সম্ভব।” 
 
সহ-অধিনায়ক জানান, আপাতত তাদের লক্ষ্য তৃতীয় দিনের প্রথম সেশন। এই দুই ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দিলে বাংলাদেশ খুব ভালো অবস্থানে থাকবে।
 
“প্রথমে ওদের রানটা ক্রস করা লাগবে। চেষ্টা থাকবে যতটুকু লিড নেওয়া যায় আর কি।” 
 
“যদি আমি আরেকটু বড় রান করতাম তাহলে দলের জন্য ভালো হত। তবে এখনও আমি আশাবাদী। উইকেট খেলার জন্য সহজ নয়। তবে সবাই মিলে ভালো সংগ্রহ এনে দেওয়ার সামর্থ্য আছে।”