মিরাজের ৬, তিনশর নীচে শেষ ইংল্যান্ড

দিনের প্রথম বলেই সাফল্য। শেষের পথে মূল বাধা ক্রিস ওকস আউট তাইজুল ইসলামের প্রথম বলেই। আদিল রশিদ খানিকটা যন্ত্রণা দিয়েছেন, তবে শেষ পর্যন্ত তিনশর আগেই ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 05:13 AM
Updated : 21 Oct 2016, 02:40 PM

শেষ ৩ উইকেটে দ্বিতীয় দিন সকালে ৫০ মিনিট ব্যাট করেছে ইংল্যান্ড। ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে অলআউট হয়েছে ২৯৩ রানে।

বাংলাদেশের বিপক্ষে এটিই ইংল্যান্ডের সর্বনিম্ন রান। ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৯৫ রান ছিল আগের সবচেয়ে ছোট ইনিংস।

আগের দিনের ৫ উইকেটের সঙ্গে মেহেদী হাসান মিরাজ যোগ করেছেন একটি। ৮০ রানে ৬ উইকেট অভিষেকে বাংলাদেশের কোনো বোলারের দ্বিতীয় সেরা বোলিং। সোহাগ গাজীর ৭৪ রানে ৬ উইকেট সেরা।

আগের দিন ৩৬ রান করা ওকস দিনের প্রথম বলে ক্যাচ দেন শর্ট লেগে। তবে রশিদ খেলছিলেন স্বচ্ছন্দে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১০টি সেঞ্চুরি, ব্যাটিংটা পারেন। এই উইকেটেও স্পিন সামলেছেন দারুণভাবে। 

২৬ রান করা রশিদকেও ফিরিয়েছেন তাইজুল। শর্ট কাভারে দারুণ ক্যাচ নিয়েছেন সাব্বির।

ইনিংসের শুরুর উইকেটের মতো শেষটাও টেনেছেন মিরাজ, ফিরিয়েছেন স্টুয়ার্ট ব্রডকে।

আগের দিনের সাতটির পর এদিন সকালে আরও তিনটি, ইংল্যান্ডের ইনিংসে ছিল ১০টি রিভিউ!

সকালে পিচ রিপোর্টের সময় উইকেটে দেখা গেছে অনেক চিড়, উড়ছে ধুলো। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজটাও সহজ হবে না!

ইংল্যান্ড ১ম ইনিংস:

১০৫. ৩ ওভারে ২৯৩ (কুক ৪, ডাকেট ১৪, রুট ৪০, ব্যালান্স ১, মইন ৬৮, স্টোকস ১৮, বেয়ারস্টো ৫২, ওকস ৩৬, রশিদ ৫*, ব্রড ১৩, ব্যাটি ১*; শফিউল ০/৩৩, মিরাজ ৬/৮০, কামরুল ০/৪১, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৭, মুমিনুল ০/০)।