এত স্পিন আশা করেনি ইংল্যান্ড

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে যে স্পিন ধরবে তা আগেই বুঝতে পেরেছিল ইংল্যান্ড। বাংলাদেশও যে শুরু থেকেই স্পিনার দিয়ে আক্রমণ করবে তাও অতিথিদের ভাবনায় ছিল। তবে বল যে এত বেশি ঘুরবে সেটা ধারণা করতে পারেননি অ্যালেস্টার কুকের দল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 02:43 PM
Updated : 20 Oct 2016, 02:49 PM

শুরু থেকে বল টার্ন করছে এমন উইকেটে প্রথম দিন ৭ উইকেটে ২৫৮ রান করে ইংল্যান্ড। আট চার ও একটি ছক্কায় ৬৮ রান করা মইন আলি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, অনিয়মিত স্পিনের জন্য নতুন বলে খেলতে সমস্যা হচ্ছিল।
 
“আমরা ভেবেছিলাম, ওরা হয়তো স্পিনারদের দিয়ে শুরু করতে পারে। কিন্তু এতটা ঘুরবে ভাবতে পারিনি।”  
 
দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন মুশফিকুর রহিম। স্পিনে তরুণ অফ স্পিনার কঠিন পরীক্ষায় ফেলেন অতিথি ব্যাটসম্যানদের। মিরাজের বলেই ক্যাচ দিয়ে ফিরেন প্রতিরোধ গড়া মইন।   
 
“আপনারা দেখেছেন নতুন বল শুরু থেকে ঘুরেছে। এটা খেলা সহজ নয়। বিশেষ করে নতুন বলে, যখন সব সময় আবার ঘুরছে না।”  
 
১২ ওভারের মধ্যে ২১ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপরই জো রুটকে নিয়ে প্রতিরোধ গড়েন মইন। এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, পুরনো বলে টার্ন নিয়মিত হওয়ায় ব্যাটিং সহজ ছিল।