পিএসএলে একই দলে সাকিব-তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে পেশাওয়ার জালমিতে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 12:27 PM
Updated : 20 Oct 2016, 12:41 PM

গত ফেব্রুয়ারিতে হওয়া টুর্নামেন্টের প্রথম আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। তবে বুধবার দুবাইয়ে হওয়া পিএসএলের দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটে তাকে ছেড়ে দেয় দলটি। পরে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দলে নেয় জালমি।

অন্যদিকে, তামিম আগে থেকেই জালমিতে খেলছেন। প্রথম আসরে ৬ ম্যাচে ৩ অধর্শতকে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান করা এই উদ্বোধনী ব্যাটসম্যানকে রেখে দিয়েছে দলটি।

প্রথম আসরে দলটির অধিনায়ক ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তবে এবার দলটিকে নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ড্যারেন স্যামি।

২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টের আগামী আসর।