রেকর্ড রাঙা মিরাজের প্রথম দিন

মাত্র কদিন আগেই খেলছিলেন বয়সভিত্তিক ক্রিকেটে। টেস্ট ক্রিকেটের প্রথম দিনটিতেই মেহেদী হাসান মিরাজ আলোচনায় বয়স নিয়েই। বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 10:51 AM
Updated : 20 Oct 2016, 02:53 PM

দিনের শুরুতে অধিনায়ক মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছিলেন মিরাজ। দ্রুতই তাকে দেখা গেছে বল হাতে। আক্রমণে এসেছিলেন দিনের দ্বিতীয় ওভারেই। এরপর দারুণ বোলিংয়ে দিনটি করে নিয়েছেন নিজের। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনেই নিয়েছেন ৫ উইকেট।

অভিষেকে এর আগেও বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন ছয় জন। তবে মিরাজের চেয়ে কম বয়সে কেউ নন। অভিষেকের দিনটিতে মিরাজের বয়স ১৮ বছর ৩৬১ দিন। 

এর আগে ২১ বছর ১০০ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন সোহাগ গাজী। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৬ উইকেট নিয়েছিলেন ৭৬ রানে।

২১ বছর ১৬৩ দিন বয়সে নিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়াওয়েতে ৮১ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

বিশ্ব রেকর্ডেও খুব পিছিয়ে নন মিরাজ। তার চেয়ে কম বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছেন মাত্র তিন জন। ১৮ বছর ১৯৩ দিন বয়সে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স নিয়েছিলেন ৭৯ রানে ৬ উইকেট।

১৮ বছর ২৩৫ দিন বয়সে শহিদ আফ্রিদি নিয়েছিলেন ৫২ রানে ৫ উইকেট। আরেক পাকিস্তানি শহিদ নাজির অভিষেকে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩১৮ দিন বয়সে।