ফ্লাওয়ারের পর কেবল বেয়ারস্টো

টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে গত বছর; জায়গা থিতু করেছেন দারুণ কিছু পারফরম্যান্সে। আর এ বছর উইকেটের সামনে-পেছনে কাটাচ্ছেন দারুণ সময়। জনি বেয়ারস্টোর সেই উন্নতির সাক্ষী এখন রেকর্ড বই। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 09:38 AM
Updated : 20 Oct 2016, 02:54 PM

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এই বছর হাজার রান পূরণ করেছেন বেয়ারস্টো। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইফলক স্পর্শ করতে পেরেছিলেন আগে কেবল একজন!

২০০০ সালে কিপার-ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ৪৫ রান করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বেয়ারস্টোর প্রয়োজন ছিল মাত্র ৮ রান। উইকেটে যাওয়ার খানিক পর সাকিব আল হাসানকে টানা দুই চারে বেয়ারস্টো পৌঁছে যান হাজারে।

৯ টেস্টের ১৬ ইনিংসে ১ হাজার ৪৫ করেছিলেন ফ্লাওয়ার, গড় ছিল ৮০.৩৮। বেয়ারস্টো হাজার ছুঁলেন ১১ টেস্টের ১৭ ইনিংসে।

ফ্লাওয়ারের পর উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে হাজারের কাছাকাছি যেতে পেরেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ২০১৩ সালে ৭৭.৭৫ গড়ে ৯৩৩ রান করেছিলেন। সে বছর করা তার ৪ সেঞ্চুরি কিপার-ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষের রেকর্ড।

২০০০ সালে হাজার রানের পর ২০০১ সালেই আবার ৮৯.৯০ গড়ে ৮৯৯ রান করেছিলেন ফ্লাওয়ার।