অনেক অলরাউন্ডার থাকায় সুবিধা ইংল্যান্ডের

যে কোনো ধরনের পরিস্থিতি সামলানোর মতো একাদশ গড়ার রসদ নিয়ে এসেছে ইংল্যান্ড। তাই পিচ কেমন হবে তা নিয়ে খুব একটা দুর্ভাবনায় নেই অ্যালেস্টার কুক। অধিনায়ক উন্মুখ হয়ে আছেন দলে অনেক অলরাউন্ডার থাকার পুরো সুবিধা নিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 12:19 PM
Updated : 19 Oct 2016, 02:53 PM

দুই পেস অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকসের সঙ্গে আছেন দুই স্পিন অলরাউন্ডার মইন আলি ও আদিল রশিদ। সঙ্গে বিশেষজ্ঞ পেসার ও স্পিনার একাদশে নিলেই কুকের ইংল্যান্ড তৈরী যে কোনো পরীক্ষার জন্য।

ইংল্যান্ডের অধিনায়ক জানান, দলে অনেক অলরাউন্ডার থাকায় অনেক বিকল্প রয়েছে তার হাতে। তাই একাদশ গঠনে বাড়তি সুবিধা পাবেন তারা।

“আমাদের দলে অনেক অলরাউন্ডার থাকায় আপনি (একাদশ কি হতে পারে) অনুমান করতে পারবেন।” 

নিরাপত্তা শঙ্কায় অ্যালেক্স হেলস না আসায় উদ্বোধনী জুটিতে নতুন সঙ্গী প্রয়োজন হবে কুকের। দুই প্রস্তুতি ম্যাচে ভালো করে নিজেদের দাবি জানিয়ে রেখেছেন বেন ডাকেট ও হাসিব হামিদ। গত মঙ্গলবার ট্রেভর বেলিস ও জো রুটের সঙ্গে দল নিয়ে আলোচনাও করেন কুক। তবে এখনও একাদশ ঠিক করতে পারেননি তারা।

“১৯ বছর বয়সী একজন (হামিদ) আর ২২ বছর বয়সী (ডাকেট) দুই তরুণকে দেখা রোমাঞ্চকর। এটা কারোর জন্য দুই হাতে সুযোগ কাজে লাগানোর আরেকটি সুযোগ।” 

বাংলাদেশ সফরে এ পর্যন্ত চারটি অর্ধশতক করা ডাকেটের খেলা নিশ্চিত। তিনি মিডলঅর্ডারে ব্যাট করলে অভিষেক হতে পারে হামিদের।