টেস্ট বোলারদের খোঁজে হাথুরুসিংহে

বাংলাদেশের কোচ হয়ে আসার পর থেকে টেস্ট বোলারের খোঁজে আছেন চন্দিকা হাথুরুসিংহে। কিন্তু প্রতিপক্ষকে দুই বার অলআউট করতে পারে এমন বোলিং আক্রমণ এখনও খুঁজে পাননি তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 11:25 AM
Updated : 15 Oct 2016, 12:08 PM

অধিনায়ক মুশফিকুর রহিম প্রায় প্রতিটি টেস্ট সিরিজ শেষে ২০ উইকেট নেওয়ার মতো বোলার না থাকার আক্ষেপের কথা বলে আসছেন। প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে এমন বোলার উঠে আসছেন না, যারা দলকে জেতাতে পারেন।

“টেস্ট ক্রিকেটে ২০ উইকেট নিতে পারে এমন বোলিং আক্রমণ পেতে আমি লড়াই করছি।”

সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের হোসেনকে নিয়ে হতাশ হাথুরুসিংহে। তার মতে, শুরুটা দারুণ হলেও এখন পথ হারিয়েছেন এই তরুণ।

সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে টেস্ট দলে নিয়মিত খেলেন তাইজুল ইসলাম। তাদের সামর্থ্য সম্পর্কে খুব ভালো ধারণা আছে প্রধান কোচের। তিনি অভাব দেখছেন সঠিক সমন্বয়ের।

“আমাদের অন্য যে স্পিনাররা আছে ওরা যথেষ্ট ভালো কিন্তু ২০ উইকেট নেওয়ার মতো কম্বিনেশন আমাদের নেই।”

অনেকেই মনে করেন, ওয়ানডের সাফল্য টেস্ট ক্রিকেটেও বয়ে আনা সম্ভব। তবে এমন কোনো সুযোগ দেখেন না হাথুরুসিংহে।

“ওয়ানডে ক্রিকেটের সাফল্যের সঙ্গে টেস্ট ক্রিকেটের কোনো সম্পর্ক গড়া কঠিন। আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করছি কারণ, সঠিক কম্বিনেশন ও খেলোয়াড় পেয়েছি। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা সঠিক কম্বিনেশন পাইনি।”