প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত

টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী না থাকায় এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। নতুন করে বৃষ্টি না হলে দ্বিতীয় দিন ইংল্যান্ড ও বিসিবি একাদশ ৪৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 05:37 AM
Updated : 14 Oct 2016, 08:21 AM

শুক্রবার সকাল ১০টার দিকে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস এসে মাঠ পর্যবেক্ষণ করেন। বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, বৃষ্টি থাকায় মাঠ খেলার উপযোগী না থাকার ব্যাপারটি ইংল্যান্ড দল বুঝতে পেরেছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে কাল খেলা হবে।”

প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে যায় ইংল্যান্ড দল।

১৪ মাস পর টেস্ট খেলতে নামার আগে সৌম্য সরকার, রুবেল হোসেনদের কিছুটা ঝালিয়ে নিতে চেয়েছিল স্বাগতিকরা।