জানতেন বাটলাররা

চট্টগ্রামের উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে জানত ইংল্যান্ড দল। তাই বড় লক্ষ্য পেয়েও জেতার আত্মবিশ্বাস ছিল দলটির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 11:42 AM
Updated : 13 Oct 2016, 11:43 AM

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসে দারুণ সহায়তা পেয়েছিলেন ইংল্যান্ডের স্পিনাররা। ২০১৪ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থেকে অতিথি দল জানত, এতটা সহায়তা পাবে না বাংলাদেশের স্পিনাররা।

“২০১৪ বিশ্বকাপে যখন খেলেছিলাম তখন আমরা মাঠে অনেক শিশির দেখেছিলাম। আমরা জানতাম পরের ইনিংসে বল স্কিড করবে। জানতাম পরে ব্যাট করাটা সহজ হবে।”      

বল স্কিড করায় বাংলাদেশের স্পিনারদের খুব সহজেই খেলে অতিথি ব্যাটসম্যানরা। বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাকিব আল হাসান পর্যন্ত এ দিন নিজের কোটা পূরণ করতে পারেননি।

লক্ষ্য তাড়ায় দলকে ভালো সূচনা এনে দেওয়া টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের প্রশংসা করেছেন বাটলার।

“আমাদের ভালো শুরু দরকার ছিল। জুটি গড়া দরকার ছিল। আমরা তা ভালোভাবেই করতে পেরেছি।”

৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে স্বাগতিকদের জয়রথ থামায় ইংল্যান্ড। টানা ছয় সিরিজ জেতার পর হারে মাশরাফি বিন মুর্তজার দল।