পিচ মাড়িয়ে জাদেজার শাস্তি

নিউ জিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টে পিচের ক্ষতি করায় ভারতের রবিন্দ্র জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2016, 11:55 AM
Updated : 10 Oct 2016, 11:56 AM

ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে। প্রথম ইনিংসে ২৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকা জাদেজা রান নেওয়ার সময় চতুর্থবারের মতো পিচের সংরক্ষিত জায়গা দিয়ে দৌড়ান। এই ঘটনায় আগের তিন বারে তাকে দুবার অনানুষ্ঠানিক ও একবার আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। শাস্তি হিসেবে নিউ জিল্যান্ডের ইনিংসে ৫ রান যোগ করা হয়।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, জরিমানা ছাড়াও জাদেজার ডিসিপ্লিনারি রেকর্ডে ৩ ‘ডিমেরিট’ পয়েন্ট যোগ হয়েছে।

ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া শাস্তি মেনে নেন জাদেজা। তাই এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আগামী দুই বছরের মধ্যে জাদেজার পয়েন্ট বেড়ে ৪ বা তার বেশি হলে তা রুপান্তর হয়ে কমপক্ষে দুটি ‘সাসপেনশন’ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরের এক বা একাধিক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

দুটি সাসপেনশন পয়েন্ট মানে এক টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হওয়া, যা নির্ভর করবে কোন সংস্করণের ম্যাচ আগে আসবে তার উপর।