ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন অধিনায়ক

জয়ের খুব কাছে গিয়েও হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়া। পরের ম্যাচের আগে এক দিন মাত্র সময়। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটি সহজ ছিল না মোটেও। জয়ের পর মাশরাফি বিন মুর্তজা শোনালেন ভাঙা মন জোড়া লাগিয়ে জয়ে ফেরার গল্প।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 06:37 PM
Updated : 9 Oct 2016, 07:21 PM

প্রথম ম্যাচে অনায়াস জয়ের পথে থাকা বাংলাদেশ গুবলেট পাকায় শেষে গিয়ে। দ্বিতীয় ম্যাচ জয়ের পর মাশরাফি জানান, ওভাবে হারার পর হতাশায় মুষড়ে পড়েছিল দল।

“আমাদের জন্য হারটি খুব শকিং ছিল। হারার পর রাত তিনটা পর্যন্ত সিনিয়র ক্রিকেটাররাসহ দলের অনেকেই আমার রুমে ছিল। আমরা চেষ্টা করেছি গল্প-টল্প করে সব ভুলে থাকতে। তবু ঘুরে ফিরে ম্যাচের কথা উঠে এসেছে।”

“আমরা জানতাম দুটি ম্যাচ তখনও বাকি। কিন্তু তবু মেনে নেওয়া খুব কঠিন ছিল।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের ম্যাচটিও ক্রিকেটারদের আড্ডায় উঠে এসেছে বারবার।

“ভারতের বিপক্ষে ওই ম্যাচের কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা একই ভুল আবার করেছিলাম প্রথম ম্যাচে। দুটি মেলাতে গেলে বলব যে এবারের ম্যাচটি আরও সহজ ছিল, কারণ ৬ উইকেট হাতে নিয়ে ৩৯ করতে হতো। দুই জন সেট ব্যাটসম্যান ছিল।”

“তার পরও এই হতাশা ভুলে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ ছিল। ভালো লাগছে যে আমরা সেটা পেরেছি।”