মাশরাফির ছক্কার ফিফটি

উইকেটে যাওয়ার পরপরই ছক্কা। ডাউন দা উইকেট গিয়ে মঈন আলিকে লং অফের ওপর দিয়ে ওড়ালেন মাশরাফি বিন মুর্তজা। ছুঁয়ে ফেললেন একটি ‘ফিফটি’। ওয়ানডেতে পঞ্চাশটি ছক্কা!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 11:58 AM
Updated : 9 Oct 2016, 07:14 PM

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার অর্ধশতক পূর্ণ করলেন মাশরাফি। সবচেয়ে বেশি ৬৪টি ছক্কা মেরেছেন তামিম ইকবাল। মুশফিকুর রহিম মেরেছেন ৫৩ ছক্কা।

রোববার পঞ্চাশ ছুঁয়ে ওই ওভারেই আরেকটি ছক্কা মারেন মাশরাফি। পরে ডেভিড উইলির বলে মারেন আরেকটি ছয়।

ক্যারিয়ারের পঞ্চম ইনিংসে প্রথমবার ছক্কার স্বাদ পেয়েছিলেন মাশরাফি। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা মেরেছিলেন মুত্তিয়া মুরালিধরনকে। এরপর ক্যারিয়ারে অনেকবারই মাশরাফির ছোট কোন ঝড় বা শেষের প্রতিরোধ বাংলাদেশকে কখনও উদ্ধার করেছে বিপদ থেকে, কখনও এনে দিয়েছে লড়ার রান, কখনও বা বড় পুঁজি। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফির শেষ বলে ছক্কাতেই ওয়ানডেতে প্রথমবার ৩০০ ছুঁয়েছিল বাংলাদেশ।

ক্যারিয়ারে দুবার ইনিংসে ৫ ছক্কা মেরেছেন মাশরাফি। ২০০৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ও ২০০৭ সালে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে দিনেশ মঙ্গিয়াকে ছক্কা মেরেছিলেন টানা চার বলে!

বাংলাদেশের হয়ে ৪৯ ছক্কা নিয়ে অবসরে গেছেন আফতাব আহমেদ। সাকিব আল হাসানের ছক্কা ৩৩টি।

ওয়ানডেতে ছক্কার বিশ্বরেকর্ড শহিদ আফ্রিদির, মেরেছেন ৩৫১টি ছক্কা। ২৭০টি ছক্কায় দুইয়ে সনাৎ জয়াসুরিয়া।