নেটে ফিরলেন মাশরাফি

বেশ কিছুক্ষণ বোলিং করে নেটের পাশে চেয়ারে বসলেন মাশরাফি বিন মুর্তজা। ঘেমে নেয়ে একাকার। এতক্ষণ খুব কাছ থেকে বোলিং দেখছিলেন কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের বোলিং কোচ এসে অধিনায়ককে বললেন, “অল রাইট?’ মাথা নেড়ে মাশরাফি জানিয়ে দিলেন, সব ঠিক আছে। অধিনায়কের পিঠ চাপড়ে দিলেন বোলিং কোচ, মুখে হাসি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2016, 11:24 AM
Updated : 5 Oct 2016, 11:52 AM

বুধবার বিকেলে বাংলাদেশের অনুশীলনের এই ঘটনাই বলে দিচ্ছিল, সব এগোচ্ছে ঠিক পথেই। কেটে যাচ্ছে মাশরাফিকে নিয়ে শঙ্কা।

আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে বল করতে গিয়ে পিছলে পড়ে অ্যাঙ্কেলে চোট পান মাশরাফি। পরে ফুলে গিয়েছিল জায়গাটা, ছিল তীব্র ব্যথা। সময়ের সঙ্গে ফোলা মিলিয়ে গেছে, কমেছে ব্যথা। সে দিনের পর বুধবারই প্রথম নেটে ফিরলেন মাশরাফি।

নিজের বোলিং সেশন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অধিনায়ক জানালেন, এখন বাধা কেবল মানসিক অস্বস্তিটুকুই।

“৪ ওভার বোলিং করেছি। তেমন কোনো সমস্যা হয়নি। পা একটু অ্যাঙ্গেলে পড়লে হালকা ব্যথা লাগছে, এছাড়া ব্যথা এখন আর নেই।”

“তবে মনে একটু অস্বস্তি আছে। বিশেষ করে বোলিংয়ে জাম্পের পর ল্যান্ডিংয়ের সময় মনে হচ্ছে আবার ব্যথা পেয়ে যাব। মাথার ভেতর এটা থাকলে স্বাভাবিক বোলিং করা কঠিন। দেখা যাক, কাল আরেকটু বোলিং করলে আশা করি ঠিক হয়ে যাবে।”

আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে চোটের পরও বোলিং করেছিলেন মাশরাফি। একটু বাইরে যাওয়ার পর আবার ফিরে বোলিং করেছিলেন ছোট রান আপে। ৬ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।