মোসাদ্দেকের ফেভারিট বাংলাদেশ

দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জিততে আত্মবিশ্বাসী মোসাদ্দেক হোসেন। ইংল্যান্ডকে সমীহ করলেও তরুণ এই অলরাউন্ডার মনে করছেন সিরিজে ‘ফেভারিট’ বাংলাদেশ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 11:18 AM
Updated : 3 Oct 2016, 03:27 PM

নিজেদের শেষ ছয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০, পাকিস্তানকে ৩-০, দক্ষিণ আফ্রিকাকে ২-১, ভারতকে ২-১, আবার জিম্বাবুয়েকে ৩-০ ও সর্বশেষ আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। 

সদ্য সমাপ্ত আফগান সিরিজের প্রথম দুই ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি বাংলাদেশ। তবে শেষ ম্যাচে স্বরূপে ফিরে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় মাশরাফি বিন মুর্তজার দল।


সেই সিরিজ দিয়ে ওয়ানডেতে অভিষেক হওয়া মোসাদ্দেক শক্তির বিচারে আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে। তবে ঘরের মাঠে নিজেদেরই সম্ভাবনা বেশি দেখেন তিনি।

“আমাদের কন্ডিশনে আমরা ফেভারিট। আমি বিশ্বাস করি, আমাদের কন্ডিশনে আমরা ভালো করব।”
“ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। আমাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি, আমরা সিরিজ জয়ের লক্ষ্যেই নামব।”
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।