নিজেকেই দুষছেন তামিম

দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক। সিরিজ সেরার পুরষ্কারও উঠেছে হাতে। তার পরও তামিম ইকবালের কণ্ঠে আক্ষেপ, আরও বড় হতে পারত সেঞ্চুরির ইনিংসটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 06:08 PM
Updated : 1 Oct 2016, 06:54 PM

আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়েও পারেননি তামিম। ৮০ রানে আউট হয়েছিলেন ছক্কা মারার চেষ্টায়। তৃতীয় ম্যাচে এসে করেছেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি। ১১৮ বলে খেলেছেন ১১৮ রানের দারুণ ইনিংস।

তবে সুযোগ ছিল ইনিংসটা আরও বড় করার। যখন আউট হলেন, ম্যাচের তখন ৪০ ওভারও হয়নি। কিন্তু সেঞ্চুরির পর হঠাৎই অতি আক্রমণাত্মক হয়ে উঠলেন। পেয়ে বসল ছক্কার নেশা। আউট হয়েছেন সেটিরই খেসারত দিয়ে। ধরা পড়েছেন সীমানায়। এরপর দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম দায় দিলেন নিজেকেই।

“এই ধরণের ম্যাচে আমাদের ১৫০-১৬০ রান করা উচিত। সত্যি কথা বলতে আমার আজ সুযোগ ছিল। এটা কারও দোষ না, আমার নিজেরই দোষ। আমি নিজেই করতে পারিনি। সব সময় আমি বলি যখন আমার কাছে সর্বোচ্চ সময় থাকে তখন সর্বোচ্চ সুযোগ নেওয়া উচিত।”

নিজেদের পরের ধাপে নিয়ে যেতে বড় ইনিংস নিয়মিত খেলার তাগিদ তামিমের কণ্ঠে।

“আমার কাছে সুযোগ ছিল কিন্তু মিস করেছি। পরের সুযোগ কাজে লাগাতে চাইব। বড় ইনিংস যদি আমরা নিয়মিত খেলতে পারি, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে পরবর্তী পর্যায়ে যেতে পারব।”