তামিমের কাছে প্রতিটি সেঞ্চুরিই ‘স্পেশাল’

প্রতিপক্ষ যেই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে করা ১৫ শতকের প্রতিটিই তামিম ইকবালের কাছে ‘স্পেশাল’। কোনো সেঞ্চুরিকেই ছোটো বা বড় করে না দেখার কথা জানালেন সিরিজ সেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 05:57 PM
Updated : 1 Oct 2016, 06:54 PM

সাতটি শতক করে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি শতকের রেকর্ড তামিমের। দেশের হয়ে টি-টোয়েন্টিতে একমাত্র শতকটি তারই।

ওয়ানডেতে ছয়টি করে শতক ছিল তামিম ও সাকিব আল হাসানের। শনিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শতক করে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে পেছনে ফেলে এককভাবে রেকর্ড নিজের করে নেন তামিম। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচসেরা এই ব্যাটসম্যান বলেন, “আমার জন্য প্রতিটি সেঞ্চুরি স্পেশাল। কার বিপক্ষে করেছি, এটা বড় কথা নয়। সেঞ্চুরি তো সেঞ্চুরি। এটা আমার কাছে স্পেশাল কিছু।”

বাঁচা-মরার ম্যাচে শতক পাওয়ায় তা আরও উপভোগ্য তামিমের জন্য।

“আর এটা আজকের মত খেলা, যেটা সিরিজ নির্ধারণী ম্যাচে। আমি কোনো একশকেই ছোট করে দেখি না।”

১১৮ বলে ১১৮ রানের দারুণ ইনিংস খেলা তামিম জানান, শুরুতে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে তাদের। 

“উইকেট শুরুতেই ইজি ছিল না। বল টার্ন করছিল। শুরুতেই আমি লাকি ছিলাম। আমি তারপর সময় নিয়েছি। ওখান থেকে আমি ক্রিকেটিং শট খেলার চেষ্টা করছিলাম।”

প্রথম ওয়ানডেতে শতকের সম্ভাবনা জাগিয়ে ৮০ রানে আউট হয়েছিলেন তামিম। এবার প্রতিজ্ঞা করেছিলেন একই রকম ভুল না করার।  

“শেষ ম্যাচে যেটা করছিলাম ওটা যেন এবার না করি সেই চেষ্টা করছিলাম। আমি বড় ইনিংস খেলতে চাচ্ছিলাম।”