বরিশালে উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েইট

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টানা চার ছক্কা হাঁকানো ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েইটকে দলে নিয়েছে বরিশাল বুলস। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক ছাড়াও তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 01:47 PM
Updated : 30 Sept 2016, 03:02 PM

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ডেকেছে পাকিস্তানের দুই ব্যাটসম্যান খালিদ লতিফ ও শাহজিব হাসানকে। পরেরবার তারা দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডারকে। 

চট্টগ্রাম ডেকেছে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট ও পাকিস্তানের পেসার ইমরান খান জুনিয়রকে। এই দল আর নিয়েছে শ্রীলঙ্কার জিবন মেন্ডিস ও ইংল্যান্ডের টাইমাল মিলসকে। 

খুলনা টাইটানস দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও অস্ট্রেলিয়ার পেসার বেন লাফলিন। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও পাকিস্তানের জুনায়েদকেও নিয়েছে তারা।

রাজশাহী কিংস ডেকেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে ও উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। তাদের আরেক বিদেশি খেলোয়াড় ইংল্যান্ডের সমিত প্যাটেল।

ঢাকা ডায়নামাইটস দলে নিয়েছে শ্রীলঙ্কার সিকুগে প্রসন্ন ও দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেলকে। পাকিস্তানের স্পিনার উসামা মিরকেও দলে নিয়েছে তারা।

রংপুর দলে নিয়েছে পাকিস্তানের নাসির জামশেদ ও শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকেকে।

দল গঠনের আগেই ফ্র্যাঞ্চাইজিরা অনেক বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে। তবে এদিন অন্তত আরও তিন জন বিদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার বাধ্যবাধকতা ছিল।

৪ নভেম্বর শুরু হতে যাওয়া এবারের আসরে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড়কে খেলাতে পারবে দলগুলো।

বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, খালিদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।

বরিশাল বুলস: দিলশান মুনাবিরা, মোহাম্মদ নওয়াজ, কার্লোস ব্র্যাথওয়েইট, জশুয়া কব।

রংপুর রাইডার্স: শহিদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে, জিহান রুপাসিংগে।

ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা, সিকুগে প্রসন্ন, ওয়েইন পার্নেল, উসামা মির।

চিটাগং ভাইকিংস: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবি, গ্র্যান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, জিবন মেন্ডিস, টাইমাল মিলস।

খুলনা টাইটানস: নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, বেন লাফলিন, আন্দ্রে ফ্লেচার, জুনায়েদ খান।

রাজশাহী কিংস: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সমিত প্যাটেল।