‘আফগান জয় অঘটন নয়’

শক্তিতে পিছিয়ে থাকা আফগানিস্তানের জয়কে ‘অঘটন’ হিসেবে দেখছেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, আফগানিস্তান সিরিজ জিতলে যোগ্যতর দল হিসেবেই জিতবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 08:06 AM
Updated : 30 Sept 2016, 11:03 AM

বাংলাদেশের অনেক জয়ই পেয়েছে অঘটনের তকমা। সেই অভিজ্ঞতা থেকেই মাশরাফি জানেন, কোনো দলের একটি জয়কে অঘটন বললে কতটা খারাপ লাগা সেই দলের মধ্যে কাজ করে।

“প্রথম তো মনে করবো যোগ্যতর দল হিসেবেই জিতেছে। এর আগে আমরা যখন বড় দলগুলোর বিপক্ষে জিতেছি তখন বড় দলগুলো এটাকে আপসেট বলেছে। আমাদের যদি তখন খারাপ লেগে থাকে তাহলে তাদেরও খারাপ লাগার কথা।

“আমি ব্যক্তিগতভাবে বলবো না। তারা যদি জিততে পারে অবশ্যই তাদের ক্রেডিট পাওয়া উচিত।”

প্রথম ম্যাচ কোনোমতে ৭ রানে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হেরেই যায় মাশরাফির দল। ২ উইকেটে জিতে সমতা আনা আফগানিস্তানের সামনে সিরিজ জেতার সুযোগ।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।