সিরিজ জয়ের পর উদযাপন করবে আফগানরা

টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় আফগানিস্তানের জন্য অনেক বড় কিছু। তবে বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ২ উইকেটে জয়ের পর তেমন একটা উদযাপন করেননি আফগান ক্রিকেটাররা। ম্যাচসেরা মোহাম্মদ নবি জানিয়েছেন, সিরিজ জয়ের পরই উদযাপন করবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 05:49 PM
Updated : 28 Sept 2016, 06:38 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাবেক অধিনায়ক নবির। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে খেলা এই অলরাউন্ডার জানান, তাদের লক্ষ্য সিরিজ জয়।

“আমরা এখানে সিরিজ জেতার জন্য এসেছি। সিরিজ জেতার পরই আমরা উদযাপন করবো।”   

অলরাউন্ড নৈপুণ্য দেখানো নবি জানান, দুই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান থাকায় এই ম্যাচে শুরুতে বোলিংয়ে এসেছিলেন তিনি। 
“এটা ছিল কোচ-অধিনায়কের পরিকল্পনা। আর উইকেট থেকে স্পিনাররা খুব সহায়তাও পেয়েছে। এই পরিকল্পনা কাজেও লেগেছে।” 
২০৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম উইকেটে অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের সঙ্গে ১০৭ রানের চমৎকার এক জুটি গড়েন নবি। 
“উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক ছিল না। বল মন্থর হচ্ছিল, একটু স্কিড করছিল। আমরা ঠিক করেছিলাম, কোনো ঝুঁকি নেব না। ৪০/৪৫ ওভার পর্যন্ত কোনো ঝুঁকি না নিয়ে খেলব। সেটা কাজেও লেগেছে, আমরা একটা বড় জুটি গড়তে পেরেছি।” 
আগের ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছিল আফগানিস্তান। নবি জানান, এবার নিজেদের পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তারা। 
“এই ম্যাচে আমরা মাত্র একটা ক্যাচ ছেড়েছি। বোলাররা খুব ভালো বোলিং করেছেন। ব্যাটিংয়েও ভালো করেছি। তবে শেষটা হয়ত ভালো হয়নি। চাপের মুখে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি।”