আফগানদের সবচেয়ে ‘কিপটে’ বোলার নবি

আফগানিস্তানের হয়ে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েছেন মোহাম্মদ নবি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়েছেন এই অফস্পিনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 12:30 PM
Updated : 28 Sept 2016, 06:39 PM

বাংলাদেশের দুই বাঁহাতি ওপেনারের বিপক্ষে বুধবার নবির অফ স্পিন দিয়েই আক্রমণ শুরু করে আফগানিস্তান। তামিম ইকবাল ও সৌম্য সরকারের মত দুজন আক্রমণাত্মক ব্যাটসম্যানকে উইকেটে বেধে রেখেছিলেন তিনি।

প্রথম স্পেলে ৩ ওভারে ৭ রান দেন নবি। দ্বিতীয় স্পেলে ফিরে ২ ওভারে ৫ রান। নবি বাংলাদেশকে আরও বেশি ভোগান নিজের শেষ ৫ ওভারে। নিজের পর পর দুই ওভারে আউট করেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে। সাকিবের উইকেটটি যদিও ছিল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাওয়া।

শেষ ৫ ওভারের ৩টিই মেডেন নিয়ে মাত্র ৪ রান দেন নবি। সব মিলিয়ে ১০ ওভারে ৩ মেডেন, ১৬ রান দিয়ে ২ উইকেট।

মন্থর উইকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই স্বচ্ছন্দে খেলতে পারেননি নবিকে। নবির ১০ বলে তামিম ইকবাল নিতে পারেন ৩ রান, সৌম্য সরকার ৮ বলে ৪। মাহমুদউল্লাহ নিয়েছেন ৩ বল খেলে ২, মুশফিকুর রহিম ৯ বলে ৩। ৬ বল খেলেও রান করতে পারেননি সাকিব।

নবির ৫ বলে ২ রান করেন মোসাদ্দেক, ৫ বলে খেলে ১ রান করেন মাশরাফি, ১২ বল খেলেও রান করতে পারেননি তাইজুল ইসলাম, ২ বলে ১ নিয়েছেন রুবেল।

আফগানদের হয়ে এর আগে ১০ ওভারে ২০ রানের কম রান দিতে পেরেছিলেন মাত্র দুজন। ২০১৩ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার হামিদ হাসান। একদিন পর একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে বাঁহাতি স্পিনার আমির হামজা হোতাক ১০ ওভারে দিয়েছিলেন ১৯ রান, নিয়েছিলেন ৩ উইকেট।