ভারতের টেস্ট দলে গম্ভির

দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার দুই বছর পর ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন গৌতম গম্ভির। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলের চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের পরের টেস্টগুলোর জন্য দলে ফিরেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 07:45 PM
Updated : 27 Sept 2016, 07:45 PM

কানপুর টেস্টে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান রাহুল।

অসুস্থতার জন্য প্রথম টেস্টে খেলতে না পারা পেসার ইশান্ত শর্মাকে বাইরে থাকতে হবে দ্বিতীয় ম্যাচেও। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ইশান্তের জায়গায় ডাক পেয়েছেন দেশের হয়ে কখনও না খেলা অফ স্পিনার জয়ন্ত যাদব।

দুলিপ ট্রফিতে ভালো খেলে দলে ফিরেছেন এক সময়ের নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান গম্ভির। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ৭১.২০ গড়ে ৩৫৬ রান করেন তিনি। মাত্র একবার আউট হন পঞ্চাশ না ছুঁয়ে।

৩৪ বছর বয়সী গম্ভির ২০১৪ সালের অগাস্টে দেশের হয়ে শেষ টেস্ট খেলেন। ইংল্যান্ড সফরে চার ইনিংসে ২৫ রান করে বাদ পড়েন তিনি। এই সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন তিনি। ২০১২ সালে বাদ পড়ার পর পরের বছর দেশের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির দল।