বিপিএলে ‘এ’ গ্রেডে গিবস-মিসবাহ-ডেসকাট

তিন বছর আগে প্রতিযোগিতমূলক ক্রিকেটে সবশেষ খেলেছেন হার্শেল গিবস। ৪২ বছর বয়সে আবার খেলার ইচ্ছে সাবেক দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানের। নাম লিখিয়েছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 04:00 PM
Updated : 28 Sept 2016, 10:31 AM

সবশেষ ২০১৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন গিবস। গত ফেব্রুয়ারিতে অবশ্য খেলেছেন মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে। গিবস আছেন ‘এ’ গ্রেডে। শীর্ষ এই গ্রেডে আরও আছেন মিসবাহ-উল-হক, আহমেদ শেহজাদ, গ্রান্ট এলিয়ট, জেসন হোল্ডার, রায়ান টেন ডেসকাট, মোহাম্মদ হাফিজ, সিকুগে প্রসন্ন।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখানো ১৬৮ ক্রিকেটারের নাম সোমবার রাতে প্রকাশ করেছে বিসিবি। সর্বোচ্চ ৪২ জন ক্রিকেটার আছে পাকিস্তান থেকে। ইংল্যান্ড থেকে আছে ৩৬ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৫ জন।

আগামী শুক্রবার হওয়ার কথা এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের বাইরে আগেই ৩১ জন বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করেছে দলগুলি।

এবার ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার, ‘বি’ গ্রেডে ৫০ হাজার ডলার, ‘সি’ গ্রেডে ৪০ হাজার ডলার ও ‘ডি’ গ্রেডে ৩০ হাজার ডলার।

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা দুই পাকিস্তানি সালমান বাট ও মোহাম্মদ আসিফ আছেন ড্রাফটে। বোলিং অ্যাকশন শুধরে ফেরার পর ধার হারিয়ে ফেরা সাঈদ আজমল আছেন ‘সি’ গ্রেডে। এক সময়ের আরেক ‘রহস্য’ স্পিনার অজন্তা মেন্ডিস আছেন ‘ডি’ গ্রেডে।

কোন দেশের কতজন ক্রিকেটার:

আফগানিস্তান: ১০ জন

অস্ট্রেলিয়া: ৪ জন

কানাডা: ১ জন

ইংল্যান্ড: ৩৬ জন

আয়ারল্যান্ড: ২ জন

নেদারল্যান্ডস: ৪ জন

নিউ জিল্যান্ড: ২ জন

পাকিস্তান: ৪২ জন

স্কটল্যান্ড: ১ জন

দক্ষিণ আফ্রিকা: ৩জন

সংযুক্ত আরব আমিরাত: ১ জন

ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ জন

জিম্বাবুয়ে: ১২ জন