বোলারদের প্রশংসায় ওয়ালশ

দুর্দান্ত এক ওভারে ক্ষেত্রটা তৈরি করে দিয়েছিলেন সাকিব আল হাসান। অসাধারণ বোলিংয়ে সুযোগ কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছে আফগানিস্তান ম্যাচে জয় দারুণ দলীয় পারফরম্যান্সে।

প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 04:20 PM
Updated : 26 Sept 2016, 04:20 PM

রোববার আফগানিস্তানকে ৭ রানে হারায় বাংলাদেশ। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালশ প্রশংসায় ভাসান শিষ্যদের।

“ম্যাচ-ঘুরিয়ে দেওয়া এক ওভারে সাকিব ক্ষেত্রটা তৈরি করে। এতে অন্যরা আত্মবিশ্বাস পায়, বাড়ে রান-রেট। শেষ দুই ওভারে খুব ভালো বল করেছে তারা (রুবেল ও তাসকিন)। এটা দারুণ একটি দলীয় পারফরম্যান্স।”

শুরুতে বিস্ফোরক মোহাম্মদ শাহজাদকে ফেরানো মাশরাফি বিন মুর্তজা শেষে বিদায় করেন নাজিবুল্লাহ জাদরানকে। অধিনায়কের ভূমিকাও গুরুত্বপূর্ণ মনে করেন ওয়ালশ। 

“আমি মনে করি, অধিনায়ক খুব ভালো বল করেছে। দলকে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে।”

সিরিজ শুরুর দুই দিন আগে আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলে তাসকিনের। ওয়ালশ মনে করেন, শুরুতে খুব বেশি চেষ্টা করেছিলেন এই তরুণ পেসার।

“তবে শেষ পর্যন্ত তার কাছে আমাদের যা প্রয়োজন সেটা সে করতে পেরেছে। সে যেভাবে ফিরেছে তার সম্পূর্ণ কৃতিত্ব তার।”